স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৩ প্রার্থী বিজয়ী হয়েছে। অপরটিতে বিপুল ভোটে এগিয়ে থাকলেও একটি কেন্দ্রের ভোট স্থগিত করায় চেয়ারম্যান পদ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়নি। পরে ঘোশণা করা হবে। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়। রাত ৯টায় গণণা শেষে ফলাফল ঘোষনা করা হয়।
বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে আলুকদিয়া ইউনিয়ন পরিষদে আবুল কালাম আজাদ, মোমিনপুর ইউনিয়ন পরিষদে আব্দুল্লাহ আল মামুন রতন, পদ্মবিলা ইউনিয়ন পরিষদে মো. আলম নির্বাচিত হয়েছেন । এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদে আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। একটি কেন্ত্রের মোট ভোটের চেয়ে বেশি ভোটে এগিয়ে থাকলেও নির্বাচন অফিসার বলেছেন, কমিশনের অনুমোতি নিয়ে পরে ফলাফল ঘোষণা করা হবে।
পদ্মবিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, পদ্মবিলা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. আলম ৪ হাজার ৫১৮ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সেলিম মল্লিক আনারস প্রতীকে ৩ হাজার ৯২০ ভোট পেয়েছেন। পদ্মবিলা ইউনিয়ন পরিষদে ইভিএম পদ্ধিিততে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ ইউনিয়নে শতকরা ৮৪ ভাগ ভোট পড়েছে। অপরদিকে, কুতুবপুর ইউনিয়ন পরিষদে আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক নৌকা প্রতীকে ১১ হাজার ৩৫ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জুয়েল রানা চশমা প্রতীকে ৩ হাজার ৯১৪ ভোট পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তা জানান, ভুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়েছে এবং ওই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ১৭৯ জন।
আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বিকাশ কুমার সাহা জানান, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ ৮ হাজার ২১৩ ভোট এবং তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী আক্তাউর রহমান মুকুল ৪ হাজার ৩০৯ ভোট পেয়েছেন। মোমিনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন রতন ৫ হাজার ৭৪৩ ভোট এবং তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী গোলাম ফারুক জোয়ার্দ্দার ৪ হাজার ৭৮ ভোট পেয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদ জানান, ১টি কের্ন্দের ভোট স্থগিত থাকায় কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ভোটের ফলাফল নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ঘোষনা করা হবে।