সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের পিরোজখালী গ্রামে কুলাঙ্গার পুত্রের ধারালো অস্ত্রের কোপে ৫৬ বছর বয়সী মা জবেদা খাতুন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে এ খুনের ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ কুলাঙ্গার ছেলে মুকুল হোসেনকে (৩৪) গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, পিরোজখালী গ্রামের আহসান আলীর ছেলে মুকুল হোসেন এক সময় নেশাগ্রস্থ ছিলো। নেশাগ্রস্থ হয়ে তার প্রথম স্ত্রীকে মেরে ধরে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। পরে বিচ্ছেদ ঘটে। দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় স্ত্রীকেও নির্যাতন করতে থাকে মুকুল। দ্বিতীয় স্ত্রীও শেষ পর্যন্ত টেকেনি। এরপর থেকেই মুকুল মানসিক ভারসম্যহীন মানুষের মত আচরণ করে আসছিলো। এরই এক পর্যায়ে আজ শনিবার বিকেলে বাড়িতেই তার মা জবেদা খাতুনকে ধারালো অস্ত্র দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢুলে পড়েন জবেদা খাতুন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘাতক মুকুলকে গ্রেফতার করেছে।
চুয়াডাঙ্গায় কুলাঙ্গার ছেলের হাতে মা খুন
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের দাবি, মুকুল মানুষিক ভারসাম্যহীন। দীর্ঘদিন যাবত চিকিৎসাও করছেন বলে জেনেছি। তিনি আরও বলেন, তার তিনটি স্ত্রী ডিভোর্স হয়েছে। কোন স্ত্রীর একটি সন্তানকে নিয়ে থাকতো মুকুল হোসেন। শনিবার বিকেলে খাবার খাওয়ার সময় মায়ের সাথে গন্ডগোল হয়। খেতে খেতেই উত্তেজিত হয়ে মাকে কুপিয়ে হত্যা করে ছেলে মুকুল হোসেন । দাদির রক্তাক্ত মরদেহ দেখে মুকুলের সন্তান স্থানীয়দেরকে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা এসে দেখে মায়ের মরদেহ মেঝেতে পড়ে আছে আর ছেলে পাশের ঘরে চেয়ারে বসে আছে।