স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস সংক্রমণের হার কিছুটা কমেছে। ৩০ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের কোভিড-১৯ পজিটিভ হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮শ ১৯ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৬শ ৪৮ জন। নতুন শনাক্ত ব্যক্তির বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকা তালতলায়।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে শুক্রবার ৩০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে যে একজন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯শ ৬৬ জন। সুস্থ হয়েছেন ৮শ ৬১ জন। মারা গেছেন ২৩ জন। বর্তমানে চিকিৎসাধীন ৮২ জন। এর মধ্যে ৭১ জন বাড়িতে, ৮জন হাসপাতালে ও তিনজন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। আলমডাঙ্গায় মোট আক্রান্ত৩শ ৪৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩শ ২৫ জন। মারা গেছেন ১৬ জন। বর্তমানে আক্রান্ত ৬ জন বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। দামুড়হুদা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৪ জন। সুস্থ হয়েছেন ২৮৪ জন। মারা গেছেন ১১ জন। বর্তমানে আক্রান্ত ১৯ জনের মধ্যে একজন হাসপাতালে বাকি ১৮ জন বাড়িতে আইসোলেশনে রয়েছেন। জীবননগর উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯২ জন। সুস্থ হয়েছেন ১৭৮ জন। মারা গেছেন ৩ জন। বর্তমানে আক্রান্ত ১১ জনের মধ্যে ১০ জন বাড়তে একজনকে চুয়াডাঙ্গার বাইরে রেফার্ড করা হয়েছে।
প্রসঙ্গত: চুয়াডাঙ্গায় এ পর্যন্ত ৮ হাজার ৮শ ৯০ জনের নমুনা নেয়া হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে ৮ হাজার ৭শ ৮৮ জনের। দেশে গতকাল দুপুরের পূর্ব পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯শ ৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কোভিড-১৯ পজিটিভ হয়েছে ৪ হাজার ৪শ ১৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১১ হজার ৭শ ৭৯ জন। সুস্থ হয়েছেন গতকাল ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬শ ৯৪ জন। মোট সুস্থ ৬ লাখ ২ হাজার ৯শ ৮ জন। গতকাল দুুপুরের পূর্বে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১শ ১ জন। এ নিয়ে দেশে করোনায় (সরকারি হিসেবে) মোট মৃতের সংখ্যা ১০ হাজার ১শ ৮২ জন।