চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেন (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মকবুল হোসেন আলমডাঙ্গা কলেজপাড়ার হেলাল আলীর ছেলে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির জানান, গতকাল গভীর রাতে জ্বর, ঠাণ্ডা-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন মকবুল হোসেন। করোনার উপসর্গ থাকায় তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের হলুদ জোনে ভর্তি রাখা হয়। পরে আজ সকালে মারা যান তিনি। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন হবে।

 

 

Comments (0)
Add Comment