চুয়াডাঙ্গায় কোভিড-১৯ উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ জুন) সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারাযান আনুমানিক ৫০ বছর বয়সী বদর উদ্দীন। তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিধি মেনে দাফনের জন্য নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুরের দিদার ম-লের ছেলে বদর উদ্দীন ১০/১২ দিন ধরে স্বর্দি কাশি জ্বরে ভুগছিলো। বাড়িতেই ছিলো। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আজ সোমবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের হলুদ জোনে রেখে তার চিৎিসা দেয়া শুরু হয়। আঘাঘণ্টার মাথায় তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে হাসপাতালের অ্যাম্বুলেন্সযোগে মৃতদেহ নেয়া হয় তার নিজ গ্রামে। স্বাস্থ্য বিধি মেনেই দাফনের নির্দেশনা দেয়া হযেছে।
বদরউদ্দিনের দিয়ে করোনা উপসর্গে নিয়ে চুয়াডাঙ্গায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪। এদের মধ্যে দুজনের করোনা পজিটিভ আসে। একজনের রিপোর্ট এখনও চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হস্তগত হয়নি। আজ মারা যাওয়া বদর উদ্দীনের নমুনা পরীক্ষার রিপোর্ট কবে নাগাদ পাওয়া যাবে ত্ওা নিশ্চিত নয়।