স্টাফ রিপোর্টার: বুধবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে ৭০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে চুয়াডাঙ্গা জেলা সদরের ২৪জন, জীবননগর উপজেলায় ১১ জন, আলমডাঙ্গা উপজেলায়য় ৫জন ও দামুড়হুদা উপজেলায় ১জন।
চুয়াডাঙ্গায় নতুন ৪১ জন করোনা রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭শ ২৯ জন। বুধবার আরও ২৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থতার সনদ পেয়েছেন ৩শ ৭৩জন। বুধবার চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগ আরও ৮০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। দামুড়হুদা উপজেলার নতুন শনাক্ত একজন রোগী আশা অফিসের। আর জীবননগর উপজেলার ১১ জনের মধ্যে উপজেলা পরিষদের দুজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১জন, জীবননগর হাসপাতালপাড়ার ১জন, শাপলাকলিপাড়ার ১জন, শাখারিয়ার ১জন, বসুতিপাড়ার ১জন, পুরাতন তেতুলিয়ার ১জন, বালিহুদার ১জন, ঘোষপুরের ১জন ও ধোপাখালির ১জন। আলমডাঙ্গা উপজেলার ৫ জনের মধ্যে রামদিয়ার ১জন, মাদরাসাপাড়ার ১জন, ওসমানপুরের ১জন, কালীদাসপুরের ১জন ও উপজেলা শহরের বাবুপাড়ার একজন। চুয়াডাঙ্গা সদর উপজেলার ২৪ জনের মধ্যে ২০ জনই বসবাস করেন জেলা শহরে। এরা হলেন- সদর হাসপাতালের ২জন, রেলপাড়ার ১জন, সবুজপাড়ার ২জন, কোটপাড়ার ১জন, কেদারগঞ্জপাড়ার ১জন, এতিমখানাপাড়ার ১জন, যুব উন্নয়ন অফিসের ১জন, মালোপাড়ার ৩জন, পোস্টঅফিসপাড়ার ১জন, ফার্মপাড়ার ১জন, বাগানপাড়ার ২জন ও চুয়াডাঙ্গা সদরের গোপাল চন্দ্র ম-ল। এছাড়া জেলা শহরের বাইরে যে ৪জন তাদের মধ্যে সরোজগঞ্জের ২জন, শাহপুরের ১জন ও হাতিকাটার ১জন। চুয়াডাঙ্গা জেলায় মোট আক্রান্ত ৭শ ২৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩৭৩জন। বুধবার পর্যন্ত প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৪৪ জন, বাড়িতে চিকিৎসাধীন ২৯৯জন।
দামুড়হুদা থানায় কত জন করুনা আক্রাত। এবং দামুড়হুদা থানার কোন গ্রামের কত জন করুনা আক্রাত।