চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তদের মধ্যে আরও সুস্থ ২১ জন : নতুন আক্রান্ত ৩

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়েছেন নতুন আরও ৩জন। সুস্থ হয়েছেন ২৩ জন। নতুন ২১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগসূত্রে জানা গেছে, এ পর্যন্ত মোট ৫ হাজার ৬শ ১১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে রিপোর্ট পাওয়া গেছে ৫ হাজার ৪শ ৭৩ জনের। গতকাল বুধবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে ১৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। ১২ জনের নেগেটিভ। নতুন ৩ জনের আক্রান্ত দিয়ে জেলায় মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪শ ১০ জন। আক্রান্তদের মধ্যে আরও ২৩ জনের সুস্থতা দিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ২শ ৫০ জন। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তথা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ১৩ জন। গতপরশু ছিলেন ১২ জন। গতকাল একজন হাসপাতালের আইসোলেশনে যুক্ত হয়েছেন। নতুন যে ৩জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন এদের মধ্যে একজন ইমাজেন্সি সড়কের, একজন বেলগাছির ও একজন আলুকদিয়ার। জেলায় করোনায় মোট মৃত্যু সংখ্যা স্বাস্থ্য বিভাগের হিসেবে ৩৬ জন।

Comments (0)
Add Comment