চুয়াডাঙ্গায় আরো ৪ জনের করোনা পজিটিভ : ৬২ জনের নতুন নমুনা সংগ্রহ 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নোভেল করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। নতুন করে আরও ৪ জনের রিপোর্ট কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট এসেছে। গতকাল সোমবার ৪১ জনের রিপোর্ট চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হস্তগত হয়। এর মধ্যে ৩৭ জনের রিপোর্ট নেগেটিভ। গতকাল নতুন করে ৬২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। এদের অধিকাংশের বাড়িই জীবননগর উপজেলায়।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগসূত্রে জানা গেছে, গতকাল যে ৪ জনের রিপোর্ট পজেটিভ এসছে এদের  সকলেই পুরুষ। জীবননগরের বাঁশদিয়া গ্রামের একজন ও জীবননগর কাজীপাড়ার একজন, দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার ইসলাম বাজারপাড়ার একজন ও আলমডাঙ্গার খাদিমপুরের একজন। চুয়াডাঙ্গা জেলায় এ পর্যন্ত ১২৮ জনের করোনা পজেটিভ হলেও সুস্থতা পেয়েছেন মোট ৮১ জন। মৃত ব্যক্তির নমুনা পরীক্ষা করে পজেটিভ পাওয়াছাড়া জীবীত পজেটিভদের মধ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়নি। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে একজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। ১৭ জনকে প্রাতিষ্ঠানিকভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। হোম আইসোলেশনে রয়েছেন ২৭ জন। নতুন একজনকে নিয়ে বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৫ জন।  হোম কোয়ারেন্টাইনে নতুন যুক্ত হয়েছেন ৭৬ জন।

 

Comments (0)
Add Comment