স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গত এক সপ্তাহে নমুনা পরীক্ষা অনুপাতে কোভিড-১৯ পজিটিভ শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৪ শতাংশ। বৃহস্পতিবার জেলার ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে রোগী শনাক্ত হয়েছে ৮ জন। এর মধ্যে সদর উপজেলার ৪ জন, আলমডাঙ্গা উপজেলার ৩ জন ও দামুড়হুদা উপজেলার ১ জন। সুস্থ হয়েছেন আরও ২৪ জন।
চুয়াডাঙ্গা স্বাস্ব্য বিভাগের দেয়া তথ্য মতে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জেলায় করোনা ভাইরাস আক্রান্ত সক্রিয় রোগী ছিলেন ৩৬৫ জন। এর মধ্যে হাসপাতালে ২০ জন ও বাড়িতে আইসোলেশনে ছিলেন ৩৪৫ জন। জেলার যে ৮৭ জন স্বাস্থ্য কর্মী করোনা ভাইরাস সংক্রমিত হয়েছিলেন তাদের সকলেই সুস্থ হয়ে উঠেছেন। স্বাস্থ্য বিভাগের হিসেবে করোনা আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গার ২০৮ জন মারা গেছেন। এর মধ্যে চুয়াডাঙ্গায় মারা গেছেন ১৮৮ জন। ২০ জন মারা গেছেন জেলার বাইরে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন জানিয়েছেন, বৃহস্পতিবার চুয়াডাঙ্গার ৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। এ নিয়ে মোট ২৬ হাজার ৪৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে তথ্য দেয়া হলেও ফলাফলের হিসেবে গড়বড় রয়েছে। বলা হয়েছে এদিন ১৫৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল নিয়ে মোট ২৬ হাজার ৯শ ৯৭৫ জনের ফলাফল পাওয়া গেলো। সঙ্গত প্রশ্ন, তবে কি নমুনা সংগ্রহের চেয়ে প্রায় ৫শ জনের ফলাফল বেশি পাওয়া গেছে। নাকি যোগ বিয়োগে গড়বড়? জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৭৩৩ জন। মোট সুস্থ হয়েছেন ৬১৬০ জন।