স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস আক্রান্ত আরও ৭ জন রোগী শনাক্ত হয়েছে। নতুন শনাক্তকৃত ৭ জনের মধ্যে ৬ জনেরই বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলায়। রোববার আরও ১ জন সুস্থতার ছাড়পত্র পেয়েছেন। চুয়াডাঙ্গায় সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১শ ১৭ জন। এর মধ্যে বাড়িতে ১শ ২জন, হাসপাতালে ১৩ জন ও রেফার রয়েছেন দুজন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ রোববার আরও ৩৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে ৪১ জনের নমুনা পরীক্ষার রিপোর্র্ট আসে। এর মধ্যে কোভিড-১৯ পজিটিভ হয়েছে ৭ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮শ ৪ জন। সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৬শ ৩৫ জন। নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬ জন হলেন মাঝেরপাড়ার ১জন, খেজুরার আরও ১ জন, নেহালপুরের ১ জন, হাসপাতালপাড়ার ১ জন ও জাফরপুরের ১ জন। আলমডাঙ্গা উপজেলার ১ জন হলেন আসমানখালীর বাসিন্দা। দেশে গতকাল বিগত দিনের সব রেকর্ড ভেঙে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জনের। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৯ হাজার ৭শ ৩৯ জন। দেশে একদিনেই শনাক্ত হয়েছে ৫ হাজার ৮শ ১৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮৪ হাজার ৭শ ৫৬ জন। সুস্থ হয়েছেন ৫ লাখ ৭৬ হাজার ৫শ ৯০ জন। বিশে^ গতকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৯ লাখ ৩৯ হাজার ৪০ জন। এর মধ্যে গতকাল ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ হাজার ৮শ ৬ জন।
এদিকে চুয়াডাঙ্গায় রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত করোনা আক্রান্ত সক্রিয় রোগী ছিলেন ১শ ১৭ জন। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলারই ৮৫ জন। ৭২ জন ছিলেন বাড়িতে, ১২ জন হাসপাতালে ও ১ জন ঢাকায় চিকিৎসাধীন। আলমডাঙ্গা উপজেলা ৫ জন রোগীর সকলেই নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। দামুড়হুদা উপজেলার ১৯ জন সক্রিয় রোগীর মধ্যে ১৮ জন নিজেদের বাড়ি,ে একজন হাসপাতালে চিকিৎসাধীন। জীবননগর উপজেলায় ৮ জন রোগীর মধ্যে ৭ জন বাড়িতে একজন রেফার রয়েছেন।