স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৫০ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের কোভিড-১৯ পজিটিভ হয়েছে। এর আরে দিন ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাস আক্রান্ত ৫১ জনকে শনাক্ত করা হয়। শুক্রবার নতুন নমুনা নেয়া হয়নি।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে শুক্রবার ৫০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। ৭ জনের করোনা ভারাস পজিটিভ হয়েছে। এর মধ্যে দুজন সদর উপজেলার, ১ জন আলমডাঙ্গা উপজেলার, ৪ জন দামুড়হুদা উপজেলার। এ নিয়ে জেলায় মোট ২ হাজার ৫৮ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮শ ২০ জন। মারা গেছেন ৭২ জন। এর মধ্যে চুয়াডাঙ্গায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬ জন। ৬ জন মারা গেছেন চুয়াডাঙ্গার বাইরে। জেলায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছে ১৬৮ জন। এর মধ্যে হাসপাতােেল ২৬ জন, রেফার্ড রয়েছেন ৪ জন, বাকি ১৩৮ জন বাড়িতে আইসোলেশনে রয়েছেন।