স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৬ জন নোভেল করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। কয়েকদিন ধরে শনাক্তের সংখ্যা এক দু জনের সীমিত থাকলেও গতকাল এক লাফে তা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ দিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬শ ৪ জন। গতকাল আরও ৪ জন সুস্থ হয়েছেন। দিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৫শ ১১ জন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে গতকাল সোমবার পূর্বের ২০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে আসে। এর মধ্যে ১৪ জনের নেগেটিভ হলেও নতুন ৬জন করোনা ভাইরাস তথা কোভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ২জন, দামুড়হুদা উপজেলার ৩ জন ও জীবননগর উপজেলার ১ জন। গতকাল নতুন ২১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে তথা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৬ জন, আর বাড়ি তথা হোম আইসোলেশনে ছিলেন ৪৬ জন। নতুন আক্রান্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার দুজনের মধ্যে একজন ডিঙ্গেদহ ও অপরজন কুতুবপুরের বাসিন্দা। দামুড়হুদা উপজেলার ৩ জনের মধ্যে একজন জয়রামপুরের, একজন পুরাতন হাউলির ও অপরজন পরানপুরের। জীবননগর উপজেলার ১ জন লাভলীপাড়ার বাসিন্দা। নোভেল করোনা ভাইরাস শুধু শহর বা উপ শহরে নয়, প্রত্যন্ত অঞ্চলেও ছড়াচ্ছে। চুয়াডাঙ্গা জেলা শহরের প্রায় প্রতিটি মহল্লায় যেমন কোভিড-১৯ রোগী রয়েছে, তেমনই প্রত্যন্ত অঞ্চলের নতুন নতুন গ্রামেও এ রোগী শনাক্ত হচ্ছে। শীতের মধ্যে নোভেল করোনা ভাইরাস সংক্রমণ ব্যপকতা পেতে পারে আশঙ্কায় সকলকে ঘরের বাইরে গেলে মাস্কপরাসহ সকলকে সামাজিক দূরুত্ব বজয় রেখে বা স্বাস্থ্য বিধি শতভাগ মেনে চলার জন্য পুনঃ পুনঃ অনুরোধ জানানো হচ্ছে। এরপরও অনেকেই মাস্ক পকেটে নিয়ে ঘুরলেও মুখে দিচ্ছে না। কেউ মাস্ক পরার তেমন গুরুত্বও অনুধাবন করছেন না। অনেক মসজিদের মসুল্লিদের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে চলার তেমন প্রচণতা পরিলক্ষিত হচ্ছে না। ফলে সমাজে ভয়াবহ আকারে ভয়ঙ্কর এই ছোঁয়াচে ছড়িয়ে পড়তে পারে।