স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৫ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮শ ৪১ জন। সুস্থ হয়েছেন আরও ৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৬শ ৭০ জন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে বৃহস্পতিবার ১৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ১১ জনের নেগেটিভ হলেও ৫ জনের কোভিড-১৯ পজিটিভ হয়েছে। দেশে এদিন ২৭ হাজার ৪শ ২৯ জনের নমুনা পরীক্ষা করে ৪ হাজার ১৪ জনের করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে মারা গেছেন ৯৮ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ৭শ ৮১ জন। চুয়াডাঙ্গায় এ পর্যন্ত স্বাস্থ্য বিভাগের হিসেবে মৃতের সংখ্যা ৫৪ জন। বেসরকারি হিসেবে ৫৭ জন।
চুয়াডাঙ্গায় যে ৫ জন নতুন শনাক্ত হয়েছেন এদের মধ্যে সদর উপজেলার ৩ জন, আলমডাঙ্গা উপজেলার ২ জন। সদর উপজেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৭০ জন। এর মধ্যে ৬৩ জন বাড়িতে, ৩ জন হাসপাতালে ৪ জন রেফার্ড রয়েছে। আলমডাঙ্গা উপজেলায় বর্তমানে সক্রিয় রোগী ১১ জন। সকলেই নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। দামুড়হুদা উপজেলার ২০ জনের মধ্যে সকলেই বাড়িতে আইসোলেশনে রয়েছেনৈ। জীবননগর উপজেলয় বর্তমানে সক্রিয় রোগী ১৬ জন। এর মধ্যে হাসপাতালে ১ জন, রেফার ১ জন ও ১৬ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ হিসেবে জেলায় মোট ১১৭ জনের মধ্যে ১০৮ জন বাড়তে, ৪ জন হাসপাতালে ৫ জন রেফার রয়েছেন। বৃহস্পতিবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ আরও ২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। এ নিয়ে মোট ৯ হাজার ১শ ৪৮ জনের নমুনা নেয়া হলো। বৃহস্পতিবারের ১৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নিয়ে এ পর্যন্ত মোট পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে ৮ হাজার ৯শ ২২ জনের। যার মধ্যে মোট শনাক্ত হয়েছে ১ হ াজার ৮শ ৪১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৬শ ৭০ জন।