স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার তিন উপজেলায় আরও ৩ জন নোভেল করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬শ ৩৪ জন। গতকাল সোমবার আরও ৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৫শ ৪২ জন। মোট মৃত্যু ৪৩ জন।
চুয়াডাঙ্গায় নতুন ৩জনসহ কোভিড-১৯ আক্রান্ত হয়ে বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৩৯ জন। এর মধ্যে হাসপাতালে ৩ জন, বাড়িতে ৪৪ জন ও ঢাকায় ২জন। গতকাল যে ৩ জন শনাক্ত হয়েছেন এদের মধ্যে চুয়াডাঙ্গা জেলা শহরের ফার্মপাড়ার ১জন, আলমডাঙ্গা ভোগাইল বগাদীর ১জন ও জীবননগর উপজেলার মহানগর উত্তরপাড়ার একজন। গতকাল গতকাল আরও ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে চুয়াডাঙ্গা স্বাস্থ্যবিভাগ। পূর্বের প্রেরিত ১৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট গতকাল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে আসে। ১৭ জনের নেগেটিভ হলেও ৩ জনের পজিটিভ হয়েছে। বর্তমানে আইসোলেশনে যারা রয়েছেন তাদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ২৬জন, আলমডাঙ্গা উপজেলার ৭জন, দামুড়হুদা উপজেলার ৮জন, জীবননগর উপজেলার ৮জন। শীতে নোভেল করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। এ আশঙ্কাকে সামনে রেখে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পুনঃ পুনঃ অনুরোধ জানিয়েছে।