স্টাফ রিপোর্টার: করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গার মৃত্যু সংখ্যা আরও একজন বেড়েছে। সাজেদা সারোয়ার নামের ৫৮ বছর বয়সী নারী ঢাকাতে আক্রান্ত হয়ে ঢাকাতেই মৃত্যুবরণ করেন। শুক্রবার বাদ জুম্মা চুয়াডাঙ্গায় স্বাস্থ্য বিধি মেনে দাফন কাজ সম্পন্ন করা হয়। অপরদিকে সোমবার ২৮ জনের নমুনা পরীক্ষা করে দুজনের কোভিড-১৯ পজিটিভ হয়েছে।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সোমবার নতুন ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে প্রেরণ করেছে। পুর্বের প্রেরিত ২৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এদিন স্বাস্থ্য বিভাগের হাতে আসে। ২৮ জনের মধ্যে ২৬ জনের নেগেটিভ হলেও দুজনের পজিটিভ। এদের মধ্যে একজনের বাড়ি চুয়াডাঙ্গা জেলা সদরের ট্যাংরামারি ও অপরজনের বাড়ি দামুড়হুদা উপজেলার মদনায়। এ দুজনকে নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮শ ৬৬ জন। এদিন আরও ৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ১ হাজার ৭শ ৩০ জন। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা ৭৯ জন। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪১ জন, আলমডাঙ্গা উপজেলার ১০ জন, দামুড়হুদা উপজেলার ১৭ জন, জীবননগর উপজেলার ১১ জন। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তদের মধ্যে হাসপাতালে ছিলেন ৬ জন, রেফার ৫ জন ও ৬৯ জন বাড়িতে আইসোলেশনে ছিলেন। মৃত্যু সংখ্যা চুয়াডাঙ্গায় ৫১ জন, চুয়াডাঙ্গার বাইরে চুয়াডাঙ্গারই বাসিন্দা আরও ৬ জন। অবশ্য বেসরকারি হিসেবে করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গার বাইরে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। সূত্র বলেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের কোটপাড়ার গোলাম সরোয়ার মণ্টুর স্ত্রী সাজেদা সরোয়ার ঢাকায় করোনা আক্রান্ত হন। ঢাকাতেই চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন শুক্রবার চুয়াডাঙ্গায় দাফন কাজ সম্পন্ন করা হয়।