স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬ জনেরই অবস্থান চুয়াডাঙ্গা জেলা সদরে। যার অধিকাংশেরই বসবাস জেলা শহরে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ) চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে ৬১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ২৭জন নতুন করোনা রোগী তথা কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এ দিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬শ ৬ জনে। বৃহস্পতিবার আরও ১৮ জন সুস্থ্য হয়েছেন। আক্রান্তদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলশেন রয়েছে ৫৯ জন। বাড়ি তথা হোম আইসোলশেনে রয়েছেন ২শ ৩৮ জন। নতুন শনাক্ত ২৭ জনের মধ্যে চুয়াডাঙ্গা জেলা সদরের চক্ষুহাসপাতালপাড়ার ৩জন, পুলিশ অফিসের ১জন, বড়বাজারপাড়ার ৪জন, আনসার ব্যাটালিয়ানের ১ জন, বোয়ালমারির ১জন, দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডপাড়ার ১জন, কলেজপাড়ার ১জন, নূরনগরের ১জন, মাঝেরপাড়ার ১জন, বেলগাছির একজন, ফার্মপাড়ার ১জন ও সদর উপজেলার ঠিকানা দেয়া হলেও জীবননগর ঠিকানা দেয়া ব্যাক্তিরও করোনা শনাক্ত হয়েছে। এছাড়া আলমডাঙ্গা উপজেলার কলেজপাড়ার ১জন, উপজেলা ভূমি অফিসের একজন ও আসমানখালীর একজনের পজিটিভ হয়েছে। দামুড়হুদা উপজেলার জুড়ানপুরের একজন, খাপাড়ার একজন ও পুরাতন বাজারপাড়ার একজনের করোনা পজিটিভ হয়েছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন, হাসপাতলপাড়ার ২জন, আশতলাপাড়ার ১জনের করোনা পজিটিভ হয়েছে।
এদিকে চুয়াডাঙ্গায় প্রতিদিন যে হারে করোনা উপসর্গে আক্রান্ত হয়ে পরীক্ষার জন্য নমুনা দিচ্ছেন সে হারে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে রিপোর্ট আসছে না। রিপোর্ট পেতে বিলম্ব হওয়ার কারণে নানা সমস্যা দানা বাধছে।