স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে ২৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ১০ জনের পজিটিভ বাকি ১৯ জনের নেগেটিভ হয়েছে।
চুয়াডাঙ্গায় নতুন ১০ জনের করোনা শনাক্ত দিয়ে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৬ জনে। শুক্রবার আরও ৬ জন সুস্থ হয়েছন। এ দিয়ে আক্রান্তদের মধ্যে সুস্থ হলেন ৩শ ৩জন। শুক্রবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ৫৯ জন আর বাড়ি বা হোম আইসোলেশনে রয়েছেন ২শ ৪৪ জন। শুক্রবার চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগ আরও ১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। এ পর্যন্ত চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১০জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। নতুন শনাক্ত হওয়া ১০ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৮জন ও আলমডাঙ্গা উপজেলার ২ জন। চুয়াডাঙ্গা সদরের ৮জনের মধ্যে কোটপাড়ার ১জন, সুবদিয়ার ১জন, জ্বিনতলা মল্লিকপাড়ার ১জন, গুলশানপাড়ার ১জন, পুরাতন ভা-ারদহের ১জন, সিনেমাহলপাড়ার একজন, দৌলাতদিয়াড়ের আরও একজন ও বাগানপাড়ার ১জন। আলমডাঙ্গা উপজেলার দুজনের মধ্যে একজন কলেজপাড়ার অপরজন ওসমানপুরের।
এদিকে নমুনা দেয়ার পর পরীক্ষার রিপোর্ট পাওয়ার পূর্ব পর্যন্ত উপসর্গ নিয়ে ঘুরছেন প্রায় সকলে। ফলে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তা ছাড়া অভিযোগ রয়েছে, হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে কেউ কেউ বাজারে ঘুরছেন। হলুদজোনে থাকা একজনকে তো মানববন্ধন কর্মসূচিতেও দেখা গেছে। পরে তার নমুনা পরীক্ষার রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ আসে। এভাবে আক্রান্তদের মধ্যে অনেকেই সংক্রমণ রোধে যেমন দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন, তেমনই আক্রান্তদের প্রতি বাঁকা চোখে তাকাচ্ছেন মহল্লার অনেকে। চুয়াডাঙ্গা মুক্তিপাড়ার একটি সড়ক আটকে দেয়ায় এলাকার সাধারণ মানুষের চলাচল বাধাগ্রস্থ হয়েছে। বিষয়টির দিকে প্রশাসনের আশু দৃষ্টি দেয়া দরকার বলে এলাকারই সবেচতনদের অনেকেই মাথাভাঙ্গাকে জানিয়েছেন।