স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ১০জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯শ ৯৭। এদিন আরও ৫জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪শ ৯৭ জন। স্বাস্থ্য বিভাগের হিসেবে চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এ পর্যন্ত ২০ জন।
চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগের হাতে শনিবার ২৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ১০ জনের পজিটিভ হয়েছে। যে ১০জন নতুন শনাক্ত হলেন এদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৬জন, দামুড়হুদা উপজেলায় ২ জন ও আলমডাঙ্গা উপজেলায় ২ জন। চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬ জনের মধ্যে বাগানপাড়ার ১জন, কোটপাড়ার ১জন, দৌলাতদিয়াড়ের ১জন, সরোজগঞ্জের একজন ও নূরনগরের একজন। আলমডাঙ্গা দুজনের মধ্যে একজনের বাড়ি হাটবোয়ালিয়ায় অপরজনের বাড়ি মোড়ভাঙ্গায়। এছাড়া চুয়াডাঙ্গা সদরের বাসিন্দা হিসেবে যশোরের একজন নমুনা পরীক্ষা করিয়েছিলেন। তারও পজিটিভ হয়েছে। দামুড়হুদা উপজেলার দুজনের মধ্যে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ১জন ও দামুড়হুদার ১জন।
চুয়াডাঙ্গায় বর্তমানে অসুস্থদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ৫৫ জন। বাড়িতে চিকিৎসাধীন ৪শ ২৪ জন।