স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় একের পর এক করোনা আক্রান্ত রোগী ও করোনা উপসর্গ নিয়ে মারা যাচ্ছে মানুষ। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আরও এক করোনা রোগীর মৃত্যু হয়েছে।
হাসপাতালসূত্র জানিয়েছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ির মফিজ উদ্দীনের ছেলে সালাম উদ্দিন (৭০) সম্প্রতি করোনা উপসর্গে ভুগতে থাকেন। নমুনা পরীক্ষা করা হয়। তার পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে। তাকে গত ১৩ আগস্ট চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেডজোনে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিলো। শেষ পর্যন্ত তাকে সুস্থ করা সম্ভব হয়নি। করোনার সাথে লড়ে তিনি হেরে গেলেন। গত মঙ্গলবার চুয়াডাঙ্গায় মারা গেছেন ৪ জন। বুধবার দুপুর পর্যন্ত একজনের মৃত্যু হলেও সন্ধ্যা পর্যন্ত কতোজনের মৃত্যুর খবর আসে তা কে জানে! এরকমই দীর্ঘশ্বাস ছাড়ছেন চুয়াডাঙ্গার স্বাস্থ্য সচেতন অনেকে।