চুয়াডাঙ্গার ৪ পৌর নির্বাচনে ৭৪ কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ : আজকালের মধ্যেই চুয়াডাঙ্গা ও দর্শনা পৌর নির্বাচনের তফসিল

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার চার পৌরসভার প্রস্তাবিত খসড়া ভোট কেন্দ্রের কোনো আপত্তি না থাকায় চূড়ান্ত কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দর্শনা ও জীবননগর পৌরসভায় মোট ৭৪ ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন। গত ১০ নভেম্বর প্রস্তাবিত খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

চুয়াডাঙ্গা পৌরসভায় ৩৩টি, আলমডাঙ্গা পৌরসভায় ১৫টি, দর্শনা পৌরসভায় ১৬টি এবং জীবননগর পৌরসভায় ১০টি কেন্দ্র চূড়ান্ত বলে নির্বাচন কমিশন সচিবালয়সহ সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে। চুয়াডাঙ্গা পৌরসভায় সরকারি আদর্শ মহিলা কলেজ এবং মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি নতুন কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। অন্য তিনটি পৌরসভায় পূর্বের মতো কেন্দ্র রয়েছে। নতুন কোন ভোট কেন্দ্র হয়নি।

তবে, ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে চুয়াডাঙ্গা ও দর্শনা পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে বলে এ দুটি পৌরসভার নির্বাচন তফশিল  আগে ঘোষনা হতে পারে বলে এমনটি ধারণা করছে নির্বাচন সংশ্ল্ষ্টিরা।

চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোট কেন্দ্রগুলো হলো, ১নং ওয়ার্ডে ভিমরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটকালুগঞ্জ পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয় ও কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২নং ওয়ার্ডে বনানীপাড়া বুজরুকগড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি আদর্শ মহিলা কলেজ, আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় ও সুমিরদিয়া পুটে মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩নং ওয়ার্ডে ঝিনুক বিদ্যাপিঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিনুক মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় ও ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় । ৪নং ওয়ার্ডে  রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাহেলা খাতুন গার্লস একাডেমী। ৫নং ওয়ার্ডে পশুহাট মতিয়ার রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৬নং ওয়ার্ডে পৌর কলেজ, রেলপাড়া ফাজিল মাদরাসা, হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজরাহাটি অঙ্গীকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৭নং ওয়ার্ডে সাতগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়, কুলচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দিগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৮নং ওয়ার্ডে ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফার্মপাড়া খাদিমুল ইসলাম মাদরাসা, বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৯নং ওয়ার্ডে চুয়াডাঙ্গা সরকারি কলেজ (এক্সজামিনেশন হল কাম একাডেমি ভবন-মহিলা ভোট কেন্দ্র), চুয়াডাঙ্গা সরকারি কলেজ (ব্যবসায় প্রশাসন ভবন-পুরুষ ভোটকেন্দ্র), চুয়াডাঙ্গা সরকারি কলেজ (একাডেমি ভবন) এবং রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় (নতুন ভবন)। ৯টি ওয়ার্ডে ২০১৯ সাল পর্যন্ত ভোটার সংখ্যা ৬৮ হাজার ৮৭৬ জন।

আলমডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোট কেন্দ্রগুলো হলো, ১নং ওয়ার্ডে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় (নতুন ভবন) ও আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় (পুরাতন ভবন)। ২নং ওয়ার্ডে আলমডাঙ্গা বহুমুখী পাইলট মাধ্যমিক বিদ্যালয় (মূল ভবন) ও আলমডাঙ্গা মডেল বহুমুখী পাইলট মাধ্যমিক বিদ্যালয় (ভোকেশনাল বিল্ডিং)। ৩নং ওয়ার্ডে আলমডাঙ্গা ডিগ্রি কলেজ (কলা ভবন) ও আলমডাঙ্গা ডিগ্রি কলেজ (নতুন ভবন)। ৪নং ওয়ার্ডে আলমডাঙ্গা সিদ্দিকীয়া মাদরাসা (নতুন ভবন) ও আলমডাঙ্গা আলিয়া মাদরাসা (পুরাতন ভবন) । ৫নং ওয়ার্ডে এরশাদপুর একাডেমী ও এরশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৬নং ওয়ার্ডে গোবিন্দপুর জে.এন.সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরাতন ভবন) ও গোবিন্দপুর জে.এন. সরকারি প্রাথমিক বিদ্যালয় (নতুন ভবন)। ৭নং ওয়ার্ডে আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৮নং ওয়ার্ডে গোবিন্দপুর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা। ৯নং ওয়ার্ডে বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ২৬ হাজার ৩১২ জন।

দর্শনা পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোট কেন্দ্রগুলো হলো, ১নং ওয়ার্ডে দক্ষিণ চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়। ২নং ওয়ার্ডে আজমপুর কেরুজ প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ চাঁদপুরের আলহেরা ইসলামী মাধ্যমিক বিদ্যালয়। ৩নং ওয়ার্ডে আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দর্শনা ডিএস ফাযিল মাদরাসা। ৪নং ওয়ার্ডে আনোয়ারপুর হাফিজিয়া কওমী মাদরাসা ও লিল্লাহ বোডিং এবং শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৫নং ওয়ার্ডে ক্স্টম কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৬নং ওয়ার্ডে পূর্বরামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেমনগর হাইস্কুল। ৭নং ওয়ার্ডে দর্শনা বালিকা উচ্চ বিদ্যালয়। ৮নং ওয়ার্ডে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৯নং ওয়ার্ডে ঈশ্বরচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৯টি ওয়ার্ডে  ২০১৯ সালের ভোটার সংখ্যা ২৮ হাজার ৬৮ জন।

জীবননগর পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোট কেন্দ্রগুলো হলো, ১নং ওয়ার্ডে সুবলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২নং ওয়ার্ডে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩নং ওয়ার্ডে জীবননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালনগর। ৪নং ওয়ার্ডে জেলা পরিষদ ডাকবাংলো এর প্রাচীর সীমানার মধ্যে ফাঁকা জায়গা (অস্থায়ী ভোটকেন্দ্র) মহানগর দক্ষিণপাড়া। ৫নং ওয়ার্ডে জীবননগর সরকারি আদর্শ মহিলা, লক্ষ্মীপুর। ৬নং ওয়ার্ডে দৌলতগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজারপাড়া। ৭নং ওয়ার্ডে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়, শাপলাকলিপাড়া। ৮নং ওয়ার্ডে জীবননগর আঁশতলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঁকা আঁশতলাপাড়া জামে মসজিদের বিপরীত পার্শ্বের ফাঁকা জায়গা (অস্থায়ী ভোটকেন্দ্র)। ৯নং ওয়ার্ডে তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন তেতুলিয়া। ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ২০ হাজার ৭৬৭ জন।

 

 

 

Comments (0)
Add Comment