চুয়াডাঙ্গার কৃতিসন্তান সহিদুল হক মোল্লা আবারও শ্রেষ্ঠ করদাতা

শীর্ষ করদাতাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদানসহ সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার কৃতিসন্তান মো. সহিদুল হক মোল্লা সিআইপি আবারও শ্রেষ্ঠ করদাতাদের মধ্যে প্রথম হয়েছেন। দেশের কৃষি উৎপাদনে বিশেষ অবদান রাখতে তিনি কৃষি কাজে প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানির পাশাপাশি কল-কারখানার গতি বাড়ানোর ডায়নামাসহ প্রয়োজনীয় ইঞ্জিন আমদানির মাধ্যমে দেশকে যেমন সমৃদ্ধ করার ব্যবস্থা করেন, তেমনই তিনি আয়কর প্রদানে দীর্ঘদিন ধরে স্থাপন করে চলেছেন অনন্য দৃষ্টান্ত। এবারের সম্মাননা গ্রহণের মধ্যদিয়ে দিয়ে সহিদুল হক মোল্লা ১৩ বারের মতো শ্রেষ্ঠ করদাতা পাওয়ার বিরল গৌরব অর্জন করলেন। এর আগে গত ১০ ডিসেম্বর জেলার সর্বোচ্চ ভ্যাটদাতা হিসেবেও তিনি সম্মাননা পেয়েছেন।
চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ব-বিলের মরহুম আইন উদ্দীন মোল্লার ছেলে মো. সহিদুল হক মোল্লা ১৯৮০ সালেরও আগে থেকে ব্যবসা শুরু করেন। সৎ সততা ও কর্মনিষ্ঠা এবং প্রতিশ্রুতি রক্ষায়ই শুধু নয়, ধর্মীয় অনুশাসনে পরিচ্ছন্ন জীবনযাপনের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের গোপনে পাশে দাঁড়িয়ে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে দাঁড় করিয়েছেন তিনি। ব্যবসায়ে শুধু সফলতা অর্জন নয়, দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নির্বাচিত পরিচালক পদে অধিষ্ঠিত হওয়ারও গৌরব অর্জন করে বয়ে এনেছেন চুয়াডাঙ্গার সম্মান। ২০০৭-০৮ থেকে তিনি শ্রেষ্ঠ করদাতা হিসেবে একের পর শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জন করে চলেছেন। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দেশের শ্রেষ্ঠ করদাতাদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়।
মোহা. সহিদুল হক মোল্লা দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান মোল্লা গ্রুপের চেয়ারম্যান। তিনি ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক। দু’কন্যা অস্ট্রেলিয়ার সিডিনিতে উচ্চশিক্ষা নিচ্ছেন। একমাত্র পুত্র পড়ছেন ঢাকার নটরডেম কলেজে। বর্তমানে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সহিদুল হক মোল্লা দেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের পদস্থ কমকর্তা চুয়াডাঙ্গার অপর কৃতিসন্তানের নিকটাত্মীয়। মোহা. সহিদুল হক মোল্লা দীর্ঘদিন ধরে দেশের কৃষিখাতকে সমৃদ্ধ করতে বিদেশ থেকে পাউয়ারট্রিলার, সেচযন্ত্রের ইঞ্জিন, বৈদ্যুতিক মোটর, ডায়নামাসহ প্রয়োজনীয় ইঞ্জিন ও যন্ত্রাংশ আমদানিকারক। তিনি শুধু সফল ব্যবসায়ীই নন, সফল স্বচ্ছ্বতার সাথে কর প্রদানের মাধ্যমেও সৃষ্টি করে চলেছেন অনন্য উদাহরণ। তিনি ১৩ বারের মতো শ্রেষ্ঠ করদাতা হওয়ায় এলাকাবাসীর পক্ষে অনেকেই অভিনন্দন জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা পাবলিক কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কর অঞ্চল-খুলনা আয়োজিত বিভাগীয় পর্যায়ে সেরা করদাতা সম্মাননা প্রদান ২০২২-২৩ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন) জি.এম আবুল কালাম কায়কোবাদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার (আপিল) মো. তোহিদুল ইসলাম; খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ আতিকুল ইসলাম, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে খুলনার ১০ জেলার ৭৭ জন সেরা করদাতাকে এই সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।