চুয়াডাঙ্গা কলেজ ছাত্রদল নেতা সাব্বির হোসেনকে (২৪) কুপিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতারা। শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার ফাস্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের পুরনো ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য। আহত ছাত্রদল নেতা সাব্বির হোসেন অভিযোগ করে বলেন, আগামী ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পলক্ষে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন আহম্মেদ শিপ্লবসহ আমরা কয়েকজন বন্ধু মিলে আলোচনা করছিলাম। এ সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী ইসলামপাড়ার নাইম, সারাফাত, আলো, মাহফুজ ও অজ্ঞাত আরো অনেকে অতর্কিত হামলা করে। তিনি আরো বলেন, এ সময় শিপ্লব ভাইকে কোনমতে রক্ষা করতে পারলেও তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি এবং আসামি ধরার চেষ্টা চলমান।’