ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকার এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ৯ আসামিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদ-ের আদেশ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। দ-প্রাপ্ত ব্যক্তিরা হলেন বিষয়খালী এলাকার গোলাম রসুল, শরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, গোলাম রসুল (একই নামের আরেকজন), আব্দুল আজিজ, আজিজুর রহমান, জাহিদুল ইসলাম, বাদশা মিয়া ও বাতেন আলী। এর মধ্যে শরিফুল ইসলাম ও আমিরুল ইসলাম পলাতক। মামলার আরেক আসামি আনোয়ার হোসেন রায়ের পূর্বেই মৃত্যুবরণ করেছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের মার্চে এ ধর্ষণ ও হত্যাকা-ের ঘটনা ঘটে। ওই গৃহবধূকে বাড়ি থেকে তুলে গ্রামের একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করেন একই এলাকার কয়েকজন ব্যক্তি। পরে তারা ওই নারীকে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় নিহত ব্যক্তির স্বামী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। সেই মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত গতকার মঙ্গলবার এ রায় দেন। মামলার বাদী বলেন, দীর্ঘদিন পর স্ত্রী হত্যার বিচার পেয়ে তিনি খুশি। বাদীপক্ষের আইনজীবী আবদুল্লাহ মিন্টু বলেন, বিচারক পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তাদের গ্রেফতারের মুহূর্ত থেকে সাজা কার্যকর হবে।