গাংনীতে ভেজাল গুড় তৈরীকারীর জরিমানা ॥ উপকরণ জব্দ

 

গাংনী প্রতিনিধি:

ভেজাল গুড় তৈরী করার অপরাধে মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামের হকাজ্জেল হোসেনের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ইয়ানুর রহমান গাংনী থানা পুলিশের সহায়তায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ভেজাল গুড় তৈরী উপকরণ ডালডা, চিনি, ঝোলগুড় ও ৩৮ টিন ভেজাল গুড় জব্দ করা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, রামনগর গ্রামের মধ্যপাড়ায় হকাজ্জেল হোসেন নিজ বাড়িতে ভেজাল গুড় তৈরী করছে মর্মে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। হাতেনাতে ভেজাল গুড় তৈরীর সময় তাকে আটক করলে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। অভিযানে হকাক্কেল হোসেনকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। ঘটনাস্থল থেকে ভেজাল গুড় তৈরীর উপকরণ ও ৩৮ টিন ভেজাল গুড় জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের এক পর্যায়ে জরিমানার টাকা পরিশোধ করলে হকাজ্জেলকে মুক্তি দেয়া হয়।

Comments (0)
Add Comment