গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার দুপুর একটার দিকে উপজেলার পোড়াপাড়াস্থ নিজ ইটাভাটা থেকে তাকে গ্রেফতার করা হয়। আমজাদ হোসেন বর্তমানে গাংনী পৌর এলাকার উত্তরপাড়ার বাসিন্দা এবং উপজেলার হিন্দা গ্রামের মৃত আখের মন্ডলের ছেলে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এজাহারভুক্ত আসামি মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. আমজাদ হোসেনকে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ ইটভাটা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, রোববার (৫ নভেম্বর) গাংনী থানা পুলিশের এসআই হাফিজুর রহমান অবিস্ফোরিত বোমাসাদৃশ্য বস্তু ও লাঠিশোঠা উদ্ধারের ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. আমজাদ হোসেনসহ ১২ জনের নামে মামলা দায়ের করেন।