গাঁজা ও ইয়াবাসহ আ.লীগ নেতা গ্রেফতার

 

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার আটকবরে ইয়াছনবি (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সীমান্তবর্তী খলিসাগাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
ইয়াছনবি উপজেলার নাটুদহ ইউনিয়নের মৃত হামিদুল্লাহ তরফদারের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা।
নাটুদহ আটকবর পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই কামরুল জানান, বুধবার সন্ধা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক চোরাচালান পাচার হবে এমন খবর পেয়ে ফাড়ি পুলিশের একটি দল উপজেলার সীমান্তবর্তী খলিসাগাড়ি গ্রামের একটি পুকুরপাড়ে অবস্থান নেয়। এ সময় কয়েকজন মাদক কারবারি একত্রিত হলে তাদের ধাওয়া করে ইয়াছনবি নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। বাকিরা পালিয়ে গেলেও আটককৃত ইয়াছনবির কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়।
নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস বলেন, ইয়াছনবি আওয়ামী লীগের দলীয় কোনো পদে না থাকলেও আওয়ামী লীগ নেতা হিসাবে কাজ করত। গত ইউপি নির্বাচনে ইয়াছনবি দলীয় নৌকা প্রতিকের প্রার্থী হিসাবে ৩ জন প্রার্থীর মধ্যে তার নামও কেন্দ্রে গিয়েছিল।

Comments (0)
Add Comment