কুষ্টিয়ার দৌলতপুরে এক কৃষক হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

 

কুষ্টিযায় এক কৃষককে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডাশে দিয়েছে আদালত। মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ রায় ঘোষনা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- জেলার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের নজরুল খানের ছেলে মজিবুল খান (৪৭), বাবু খানের ছেলে সাইফুল খান (৪২) ও সহোদর আরিফ খান (৩৭), ইনছার খানের ছেলে শফি খান (৪৩) ও সন্তোষ মণ্ডলের ছেলে আসাদুল হক (৩৬)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলো।
কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অনুপ কুমার নন্দী মামলার নথির বরাতে জানান, ২০১৪ সালের ১৯ জুন রাতে দৌলতপুর উপজেলার বালিয়াসিসা গ্রামে ঘরে ঢুকে কৃষক আব্দুল হক খানকে (৫৫) কুপিয়ে হত্যা করা। ঘুমন্ত অবস্থায় পূর্বশত্রুতার জেরে উপর্যুপরি কুপিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।
এ ঘটনায় নিহতের ছেলে নাজমুল হক খান বাদি হযে দৌলতপুর থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে থানার এসআই নারায়ণচন্দ্র ঘোষ ২০১৪ সালের ১৪ ডিসেম্বর সবার বিরুদ্ধে অভিযোগপত্র দেন আদালতে।
পিপি অনুপ কুমার বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে সব আসামিকে দোষী সাব্যস্ত করে আদালত তাদের যাবজ্জীবন দিয়েছে।

Comments (0)
Add Comment