করোনা ভাইরাস সংক্রমণে উর্দ্ধগতি ।। ২৪ ঘন্টায় জেলায় আক্রান্ত ৪২ জন

নিষেধাজ্ঞা মানছেন না মেহেরপুরের আক্রান্ত গ্রামের মানুষ

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলায় করোনা সংক্রমণ উর্দ্ধগতি। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে সীমান্তবর্তী গ্রামগেুলোতে সংক্রমণ বেশি। গতকাল মঙ্গলবার জেলায় নতুন করে আরও ৪২ জন আক্রান্ত হয়েছেন। ১৩৩ জনের নমুনা পরীক্ষা হিসেবে সংক্রমণের হার ৩১.৫৭ ভাগ (পরীক্ষা বিবেচনায়)।সিভিল সার্জন সুত্রে জানা গেছে, নতুন পজিটিভ ৪২ জনের মধ্যে গাংনী উপজেলায় ২১ জন, সদরে ১২ জন ও মুজিবনগরে ৯ জন। আক্রান্তদের মধ্যে গাংনী উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামে ১০ জন, হিন্দা গ্রামে ২ জন, করমদি গ্রামে ৩ জন, হাড়াভাঙ্গা গ্রামে ১ জন, ছাতিয়ান গ্রামে ১ জন, সাহারবাটি গ্রামে ১ জন, ধর্মচাকী গ্রামে ১ জন, গাংনী পৌরসভার শিশিরপাড়া গ্রামে ১ জন ও ঝিনেরপুল পাড়ার ১ জন।

মুজিবনগর উপজেলায় আক্রান্তদের মধ্যে সীমান্তবর্তী আন্দবাস ও সোনাপুরে তিন জন করে মোট ছয় জন, নাজিরাকোনা, গৌরিনগর ও মানিকনগর গ্রামে ১ জন করে মোট তিন জন। মেহেরপুর সিভিল সার্জন ডা: নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, নতুন প্রাপ্ত রিপোর্টের ১৩৩ টির মধ্যে পজেটিভ ৪২ টি। এর মধ্যে এন্টিজেন ৫১টি, জিন এক্সপার্ট ১৮ ও আরটিপিসিআর পরীক্ষা ৬২টি।
আজকের ৪২টি পজিটিভের মধ্য দিয়ে জেলায় মোট পজিটিভ কেসের সংখ্যা ২২৫টি। এর মধ্যে সদরে ৫৯, গাংনী ৯৯ ও মুজিবনগরে ৬৭। জেলায় এ পর্যন্ত মৃত্যু ২৬ জনের এর মধ্যে সদর ১০, গাংনী ১০ ও মুজিবনগরে ৬ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯১৬ জন।

এদিকে আজ মঙ্গলবার থেকে জেলায় বিভিন্ন বিধি-নিষেধ দিয়ে তা বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া সংক্রমণের গ্রাম হিসেবে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া, হিন্দা ও মুজিবনগর উপজেলার আনন্দবাস চলাচলে বিছিন্ন করা হয়েছে। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, লকডাউন করা তিনটি গ্রামের করোনা আক্রান্ত রোগীসহ গ্রামের তেমন কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। করোনা আক্রান্ত অনেকেই স্বাভাবিক মেলামেশা করছেন গ্রাম থেকে শহর পর্যন্ত। এতে সংক্রমণের হার আরও বেড়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। এদিকে দোকানপাট বন্ধের নির্দেশনাও মানা হচ্ছে না। সারা দিন চায়ের দোকানসহ বিভিন্ন দোকানের আড্ডা রয়েছে আগের মতই। তবে সন্ধ্যা ৬টার আগে গাংনী শহরে পুলিশের একটি টিম দোকান বন্ধের উদ্যোগ নেয়। শহরের কিছু দোকানপাট বন্ধ হলেও গ্রামের দোকানপাট ও বাজারগুলোতে আগের মতই বেচাকেনা চলছে। অপরদিকে মাস্ক না পরা মানুষের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে মেহেরপুর ও গাংনী শহরে পৃথক অভিযান পরিচালনা করে প্রশাসন। মাস্ক না পরায় গাংনী শহরে ছয় ব্যক্তির কাছ থেকে ৬০০ টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি খানম। ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন গাংনী থানা পুলিশের একটি দল।

Comments (0)
Add Comment