করোনা ভাইরাসে চুয়াডাঙ্গায় আরও একজনের মৃত্যু : নতুন শনাক্ত আরও একজন

স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সরকারি বেসরকারিভাবে নানা পদক্ষেপ নিলেও সতর্কতা অবলম্বনে ঘাটতি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নোভেল করোনা ভাইরাস আক্রান্ত রোগীর মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। গতপরশু রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেডজোনে আইসোলেশনে থাকা অবস্থায় মারা যান আবুল কালাম (৫৫) নামের এক ব্যক্তি। তিনি জেলা সদরের কুতুবপুর ইউনিয়নের মোহাম্মদজুমা গ্রামের গোলাম রসুলের ছেলে। স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। অপরদিকে গতকাল বুধবার আরও একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে বিজয় দিবসে পূর্বের ২১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। ২০ জনের নেগেটিভ হলেও একজনের কোভিড-১৯ পজিটিভ হয়েছে। তিনি জেলা শহরের পশুহাটপাড়ার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬শ ২৮ জন। গতকালও কেউ সুস্থতার ছাড়পত্র পাননি। ফলে মোট সুস্থ পূর্বের মতো ১ হাজার ৫শ ৩১ জনই রয়েছেন। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসোলেশনে ছিলেন ৯ জন, বাড়িতে আইসোলেশনে ছিলেন ৪৩ জন। পূর্বের দুজনকে ছাড়া নতুন আর কাউকে রেফার্ড করা হয়নি। গতপরশু মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেডজোনে মারা গেছেন আবুল কালাম। তিনি করোনা ভাইরাস পরীক্ষার জন্য গত ৭ ডিসেম্বর নমুনা দেন। কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষা করে ৭ ডিসেম্বর তার রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ আসে। শ্বাসকষ্ট বাড়লে তিনি হাসপাতালে আইসোলেশনে ভর্তি হন। সেখানেই শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জন। গতকাল বিজয় দিবসের ছুটির দিন একজনেরও নমুনা সংগ্রহ করেননি চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ।

প্রসঙ্গত: শীতে নোভেল করোনা ভাইরাস ভয়াবহ হারে সংক্রমণ হতে পারে। দীর্ঘদিন ধরেই ভাইরাস বিশেষজ্ঞরা এ আশঙ্কার কথা জানিয়ে আসছে। সরকারি বেসরকারিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নানা কর্মসূচিও পালন করছে। এরপরও অসতর্কতার কারণে সমাজে করোনা ভাইরাস সংক্রমিত হচ্ছে।

Comments (0)
Add Comment