স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে নতুন করে পুলিশ ও র্যাবের তিন সদস্যসহ ২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১৯ জনে। নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- সদর উপজেলায় ১৩জন (এর মধ্যে দুইজন পুলিশ সদস্য ও একজন র্যাবের আনসার সদস্য), কালীগঞ্জ উপজেলায় ৯ জন, শৈলকুপা উপজেলায় ১জন ও মহেশপুর উপজেলায় ১জন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে ঝিনাইদহ খেকে পাঠানো ৬০টি নমুনার মধ্যে ৩৬টি নেগেটিভ ও ২৪টি রিপোর্ট পজিটিভ এসেছে। ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন করে আক্রান্ত সবাইকেই স্বাস্থ্য বিভাগের অধীনে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলায় এ পর্যন্ত আক্রান্ত ৩১৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১১৪ জন। মারা গেছেন শৈলকুপায় ২ জন ও কালীগঞ্জে ৩ জন। এদিকে শৈলকুপায় করোনার উপসর্গ নিয়ে রাকিবুল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তির মারা গেছে বলে জানা গেছে। নিহতের বাবা খেলাফত জোয়ার্দ্দার জানান, প্রায় ১ সপ্তাহ ধরে রাকিবুল ইসলাম ঠান্ডা ও জ¦রে ভুগছিল । গত সোমবার সন্ধায় তাকে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়। আবার আবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মঙ্গলবার নতুন করে ৪ পুলিশ সদস্যসহ মোট ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কালীগঞ্জ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১০৮ জনে। যার মধ্যে মারা গেছে তিনজন ও সুস্থ হয়েছেন ৩৮ জন। বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাঃ সুলতান আহমেদ। ডাঃ সুলতান আহমেদ আরও জানান, মঙ্গলবার সকালে নতুন করে ২৫টি নমুনার রিপোর্ট এসেছে। যার মধ্যে ৯টি নমুনার রিপোর্ট পজেটিভ বাকি ১৬টি নেগেটিভ। নতুন করে বারবাজার থানা পুলিশের ৪ জন পুলিশ সদস্য, কালীগঞ্জ পৌর এলাকার নিশ্চিন্তপুর, চাপালি, খয়েরতলা, ফয়লা ও দক্ষিন আড়পাড়া গ্রামের একজন করে মোট ৯জন আক্রান্ত হয়েছেন। তাদের সকলকে বাড়িতে রেখে মোবাইলের মাধ্যমে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মাহফুজার রহমান জানান, মঙ্গলবার একজন এএসআই ও তিন জন পুলিশ কনস্টেবলের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। তাদের সকলকে পুলিশ স্টেশনে আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ওদিকে ঝিনাইদহের মহেশপুরে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত। এনিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০জনে। নতুন করে আক্রান্তরা হলেন-উপজেলার মান্দারতলা গ্রামে। তিনি নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানার বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হলে মঙ্গলবার সকালে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। উল্লেখ্য,৭ জুলাই ঝিনাইদহ জেলায় ২৪ জনের করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসে এরমধ্যে মহেশপুরে ১জন। মহেশপুরে ২০জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মধ্যে ১১জন সুস্থ হয়েছেন এবং ৯জন চিকিৎসাধীন রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।