দর্শনা অফিস: আবারো দর্শনায় শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। এবার কেরুজ ইটখোলা মাঠ থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। এ নিয়ে গত একমাসের ব্যবধানে ১৪টি শক্তিশালী বোমা উদ্ধারের ঘটনা ঘটলো। এখনো পর্যন্ত বোমাচক্রের হোতাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের রহস্যও হয়নি উন্মোচিত। এদিকে বোমা আতঙ্ক কাটছেনা দর্শনাবাসীর মধ্যে থেকে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে আখক্ষেতে পানি দিতে গিয়ে দর্শনা মা ও শিশু হাসপাতালের পেছনে কেরুজ ইটখোলা মাঠ নামক স্থানে প্লাস্টিকের ব্যাগে বোমাসদৃশ দেখতে পান দক্ষিণচাঁদপুরের জনৈক কৃষক। খবর দেয়া হয় দর্শনা থানা পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছান ও নিরাপদ দূরত্ব তৈরি করে দেয় বেরিকেট। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনীর একটি দলও। দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বোমাটি উদ্ধার করে থানায় নিরাপদ হেফাজতে রেখেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার। এদিকে গত মাসের ১৩, ১৫ ও ১৬ তারিখে কেরুজ এলাকা থেকে পৃথক ৬টি বোমা উদ্ধার করা হয়। ওই মাসেরই ২১ তারিখে দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে ৩টি ও আকন্দবাড়িয়া থেকে আরও ৪টি শক্তিশালী বোমা উদ্ধারের ঘটনা ঘটে। ফলে গত একমাসের ব্যবধানে দর্শনায় ১৪টি বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। ওসি শহীদ তিতুমীর জানান, বোমা উদ্ধারের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িত সন্দেহে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৪জনকে। বোমা আতঙ্ক সৃষ্টিকারীচক্রের হোতাকে চিহ্নিত করে গ্রেফতারের জন্য বিস্তার করা হয়েছে পুলিশি জাল। অচিরেই এ চক্রের হোতাকে গ্রেফতার করা হবে। সেই সাথে রহস্য উন্মোচন করবো ইনশাআল্লাহ।