জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভায় পয়ঃনিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনকালে প্রধান অতিথি হাজি আলী আজগার টগর বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। গত ১৪ বছরে চুয়াডাঙ্গা-২ আসনে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। জীবননগর উপজেলার প্রত্যেকটি গ্রামীণ সড়কে উন্নয়নের ছোয়া লেগেছে। তিনি বলেন, উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, পৌর কাউন্সিলর শেখ জয়নাল আবেদীন, কাউন্সিলর আবুল কাশেম, কাউন্সিলর আপিল মাহমুদ, কাউন্সিলর মো. খোকন মিয়া, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব বকুল প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মো. ওয়ালিউল্লাহ। লোকাল গভরমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি (এলজিাসআরআরপি) অর্থায়নে ৮১ লাখ ১৫ হাজার ১৪৩টাকা ৯১ পয়সা চুক্তিমূল্যে জীবননগর পৌরসভা বাসস্ট্যান্ড হতে চ্যাংখালী রোড মুক্তিযোদ্ধা মোড় পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করছে বলে জানা গেছে।