জীবননগর ব্যুরো: ২০২২-২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ১ম পর্যায়ের নির্বাচনী এলাকাভিত্তিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রধান অতিথি হিসেবে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর জীবননগর উপজেলার ৪০টি ধর্মীয় প্রতিষ্ঠানে মোট ২৫ লাখ টাকার চেক বিতরণ করেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের আয়োজনে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নিবাহী কর্মকর্তা মো. রোকুনুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। বিগত সময়ে আমরা দেশের যে উন্নয়ন করেছি, তা বিশ্বে রোল মডেল হয়ে আছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের যে উন্নয়ন হয়েছে, তা বিগত আর কোনো সরকারের আমলে হয়নি। তিনি বলেন, প্রতিটি মানুষের জন্য খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানসহ সব ব্যবস্থা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। কৃষকদের সার ও বীজের ব্যবস্থা করা হয়েছে। আর এটা হয়েছে একমাত্র আপনারা নৌকায় ভোট দিয়েছেন সেই কারণে। উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা কেউ রোধ করতে পারবে না। যতোই ষড়যন্ত্র করুক না কেন, কেউই এ উন্নয়নের গতি থামাতে পারবে না। তিনি নৌকায় ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের জবাব দেয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে তিনি বলেন, জামায়াত একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা করেছে। তাদের সঙ্গে জোট করেছে বিএনপি। এই বিএনপি-জামায়াতের লোকেরা মানুষ পুড়িয়ে মেরেছে। যারা মানুষ পুড়িয়ে মারে তারা দানব। ধানের শীষের লোকদের গায়ে মানুষ পোড়ানোর গন্ধ। তাদের ভোট দেবেন না। ধানের শীষ মানেই দুর্নীতি-লুটপাট। বিএনপি ক্ষমতায় থাকাকালে সন্ত্রাস, লুটপাট, মানিলন্ডারিং ও জঙ্গিবাদের কারণে দেশ পিছিয়েছে। তিনি বলেন, জামাত-বিএনপি দেশের উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এ ষড়যন্ত্র রুখতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান, জীবননগর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. গোলাম মোর্তূজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল হক বিশ্বাস, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ্, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান প্রমুখ। অনুষ্ঠানে ৪০টি ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন।