স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আনিছুজ্জামান, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, এনডিসি জাকির হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামান, সাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামসহ সরকারি দফতরসমূহের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। সভায় নির্বিঘেœ ও সুষ্ঠু পরিবেশে ঈদুল ফিতর উদাযাপনের জন্য উন্মুক্ত আলোচনা হয়। যে সকল ঝুঁকিপূর্ণ ঈদগাহ ময়দান আছে সেখানে পুলিশ ফোর্স নিয়োগ দেয়ার সিন্ধান্ত হয় এবং ৯৯৯ এ কল করে যে কোনো আইন শৃংখলা অবনতির খবর দিলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়া হবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। এছাড়া উঠতি বয়সী যুবকদের বেপরোয়া গাড়ী চালানো, পাড়া মহল্লায় উচ্চস্বরে বাদ্যযন্ত্র, সাউন্ডবক্স বাজানো, আলমসাধু, করিমন, ট্রাকে করে বক্স বাজানোর ওপর কঠোর বিধিনিষেধ আরোপ হয়। একই সাথে চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনের প্রস্তাব অনুযায়ী জুম্মাতুল বিদার খুতবায় উপরোক্ত বিধি নিষেধগুলো উল্লেখ করার জন্য জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান ইসলামী ফাউন্ডেশনকে নির্দেশ প্রদান করেন। জেলা প্রশাসক আরো বলেন, প্রত্যেক অভিভাবক যদি তার সন্তানকে বেপরোয়া অবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাহলে ভালো হয়। শুধু প্রশাসন বা পুলিশের ওপর নির্ভর না করারও আহ্বান জানান। অভিভাবক ব্যবস্থা নিতে ব্যর্থ হলে প্রশাসন তখন ব্যবস্থা গ্রহণ করবে। সভায় উপস্থিত সকলকে ও জেলাবাসীকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান সভার কার্যক্রম শেষ করেন।