আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অধিকারী মিষ্টান্ন ভা-ারকে ৫০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি ৭দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল সোমবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার হাইরোড ও চারতলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মিষ্টির কারখানাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করার সময় এ জরিমানা করা হয়।
এলকাবাসী জানায়, ইতোপূর্বে বেশ কয়েকবার তাদের কারখানায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভ্রাম্যমাণ আদালতে একাধিকবার অভিযান চালিয়ে জরিমানা করেছেন। তাতেও তারা সতর্ক হয়নি। জরিমানা করার পর কয়েকদিন একটু পরিস্কার পরিচ্ছন্নভাবে মিষ্টি তৈরি করলেও কয়েকদিন পর যা তাই হয়ে যায়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, আলমডাঙ্গা শহরের প্রাণকেন্দ্রে চারতলার মোড়ে অবস্থিত অধিকারী মিষ্টান্ন ভান্ডারের এলাকায় এক নামে পরিচিত। তাদের কারখানাটি শোরুম থেকে বেশ কিছুটা দূরে বড় ক্যানেলের পাশে। চারতলার মোড়ে তাদের দোকান ও শোরুম। তাদের বিরুদ্ধে ভোক্তাদের অভিযোগের শেষ নেই। তাদের মিষ্টির কারখানায় নোংরা ও দুর্গন্ধযুক্ত অস্বাস্থ্যকর পরিবেশ। যেখানে মিষ্টি তৈরি করে সেখানেই রয়েছে খোলা টয়লেট। টয়লেটটি তারা নিয়মিত পরিস্কারও করে না। সোমবার দুপুরে তাদের কারখানায় অভিযান চালিয়ে পচা মিষ্টি ও মিষ্টির পরিত্যক্ত রস উদ্ধার করা হয়। যা দিয়ে তারা পরবর্তীতে আবারও মিষ্টি তৈরীর কাজে লাগায়। তারা দইয়ের পাতিলে মানুষকে ওজনে কম দিয়ে আসছে। প্রতিকেজি দইয়ে ৩শ গ্রাম থেকে ৪শ গ্রাম কম দিয়ে আসছিলো। এসব অপরাধে ভোক্তা সংরক্ষণ আইনে অধিকারী মিষ্টান্ন ভান্ডারের মালিক হারাণ অধিকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানা পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য ৭ দিনের জন্য বন্ধ করে দেয়া হয়। পরে পঁচা মিষ্টি ও মিষ্টির রস ড্রেনে ফেলে দেয়া হয়। তিনি আরও বলেন, এই ৭ দিন সময়ের মধ্যে অধিকারী মিষ্টান্ন ভান্ডারে পরিবেশ ঠিক করতে না পারলে স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলার শাখার সহকারী পরিচালক সজল আহমেদ। এসময় আলমডাঙ্গা থানার এসআই তারিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।