স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী অনৈতিকতা পরিহার করে দেশের অগ্রযাত্রা তরান্বিত করার আহ্বান জানিয়ে বলেছেন, সোনার দেশ গড়তে হলে অবশ্যই প্রয়োজন সুনাগরিক। এ জন্য যেমন দরকার সুশিক্ষা, তেমনই দরকার সুচিকিৎসা, সুসম খাদ্যসহ সুন্দরভাবে বেড়ে ওঠার সুষ্ঠু পরিবেশ। সরকার এ লক্ষ্যে কাজ করছে। আমরা সম্মিলিতভাবে স্বচ্ছ্বতার সাথে কর্তব্য পালন করলে লক্ষপূরণ সম্ভব।
গতকাল মঙ্গলবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথি চুয়াডাঙ্গার বহুমুখি উন্নয়ন সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের দেশ দিয়ে গেছেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশকে কাঙ্খিত লক্ষ্যে নেয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেখানে যা যা প্রয়োজন তার সবই করছেন। আমরা যে যেখানে যে দায়িত্বে রয়েছি তারা নিজেদের বদলে নিয়ে দেশের জন্য সম্মিলিতভাবে কাজ করতে পারলে আমরা উন্নত দেশে উন্নীত হবো। বিশ^ বাজার ব্যবস্থা অস্থির। আমাদের দেশে এখনও অতোটা বিরূপ প্রভাব না পড়লেও আশঙ্কা অমূলক নয়। প্রধানমন্ত্রী বিষয়টিকে গুরুত্ব দিয়ে ইতোমধ্যেই বলেছেন, আবাদ বাড়াতে হবে। পতিত জমিও আবাদের আওতায় নেয়া জরুরী হয়ে পড়েছে। একই সাথে আবাদি জমি যাতে হ্রাস না পায় সে লক্ষ্যে পরিকল্পিতভাবে বহুতলা ভবন নির্মাণ করে বসবাস করার দিকে গুরুত্ব দেয়া প্রয়োজন। সরকারিভাবে ভবন নির্মাণে সহযোগিতার বিষয়েও আমরা প্রস্তাবনা আকারে মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাবনা পেশ করার উদ্যোগ নেয়া হবে। চুয়াডাঙ্গায় গরু ও ছাগল পালনের জন্য খুবই উপযোগী। এখানে ছোট বড় খামার গড়ে তোলার লক্ষ্যে বিশেষভাবে উদ্যোগ নেয়া প্রয়োজন। মাছ উৎপাদনে কিছুটা ঘাটতি রয়েছে। বিল বাওড়ের দিকে বিশেষ নজর দিয়ে মাছ উৎপাদন বাড়তে হবে। কৃষি উৎপাদন বাড়াতে পারলে আমাদের বৈদেশিক মুদ্রা ব্যায় কমবে। ওই অর্থে আমরা দেশের বড় বড় উন্নয়নমূলক কাজ হাতে নিয়ে তা বাস্তবায়ন করতে পারবো। আমরা পারি। পদ্মাসেতু নির্মাণ তার দৃষ্টান্ত উদাহরণ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা পদ্মাসেতু নির্মাণ করে বিশ^কে দেখিয়েছি। পদ্মাসেতুর কারণে দক্ষিণ বঙ্গের চিত্র দ্রুত বদলে যাচ্ছে। চুয়াডাঙ্গা থেকে ঢাকার দূরত্ব আরও কমানোর নকশা করে তা বাস্তবায়নে আমাদের সকলকে আন্তরিক হতে হবে। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহা. আব্দল্লাহ আল মামুন। উপস্থিত থেকে অভিমত উপস্থাপন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সিভিল সার্জন ডা. সাজ্জাত হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের চুয়াডাঙ্গা নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, কৃষি সম্প্রসারণ বিভাগের চুয়াডাঙ্গা উপ পরিচালক বিভাষ চন্দ্র সাহা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক কমান্ডার অরিন্দম সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মালিক, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, প্রথম আলো প্রতিনিধি শাহ আলম সনি প্রমুখ। মতবিনিময় সভায় চুয়াডাঙ্গায় চিত্ত বিনোদন কেন্দ্র, কৃষি বিশ^বিদ্যালয়, স্থানীয় প্রজাতির কালো ছাগল গবেষণা কেন্দ্র, মেডিকেল কলেজ স্থাপন, বাইপাস সড়ক নির্মাণসহ বেশকিছু উন্নয়নমূলক কাজ করার প্রস্তাবনা উঠে আসে। অনুষ্ঠানের প্রধান অতিথি ঘুর্ণিঝড় সিত্রাঙে বড় ধরণের ক্ষয় ক্ষতি না হওয়ায় শুকরিয়া আদায় করে বলেন, পূর্বাভাসের পর সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছিলো। এরপরও যে ক্ষতি হয়েছে তা দ্রুত কাটিয়ে ওঠার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। মতবিনিময় সভা শেষে সরকারি অসামরিক কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি এ চেক প্রদান করেন।
দর্শনা অফিস জানিয়েছে, কেরুজ চিনিকল ও দর্শনা স্থলবন্দর পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকালে কেরুজ অতিথি ভবনে গাড়ীবহর যোগে পৌঁছুলে চিনিকল কর্তৃপক্ষ ফুলেল শুভেচ্ছাসহ বরণ করেন জিল্লুর রহমান চৌধুরীকে। পরে তিনি কেরুজ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। চিনিকল কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়সভা মিলিত হন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন, মহাব্যবস্থাপক (প্রসাশন) শেখ শাহাব উদ্দিন, মহাব্যবস্থাপ (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভুইয়া, মহাব্যবস্থাপক (ডিস্টিলারী) ফিদাহ হাসান বাদশা। পরপরই তিনি দর্শনা জয়নগর স্থলবন্দর ও চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন। বিভাগীয় কমিশনারের সাথে ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসন মোহাম্মদ আমিনুল ইসলাম খান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। জয়নগর চেকপোস্টে দর্শনা পৌরসভার পক্ষে ফুলেল শুভেচ্ছা দেন প্যানেল মেয়র রবিউল হক সুমন, কাউন্সিলর আশুর উদ্দিন, সাইফুল ইসলাম মুকুল, বিল্লাল হোসেন প্রমুখ। দর্শনা স্থলবন্দর বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেন কমিটির যুগ্ম-আহ্বায়ক সাংবাদিক রেজাউল করিম লিটন। এ সময় আরও উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ এইচএম লুৎফুল কবীর, দর্শনা জয়নগর ইমিগ্রেশন ইনচার্জ এসআই নাঈম উদ্দিন প্রমুখ।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগরে পল্লী সঞ্চয় ব্যাংক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শিবনগরে ইউপি চেয়ারম্যান আব্দুল করিমের বসতভিটা প্রাঙ্গনে দামুড়হুদা শাখা পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজন করে। বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ, দর্শনা থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবীর, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ। এরপর শিবনগর ডিসি ইকোপার্কের চড়ুইভাতি প্রাঙ্গনে জেলা প্রশাসনের বাস্তবায়নে ডিসি ইকোপার্কের ড্রেন, বিন নির্মাণ কাজের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি করেন বিভাগীয় কমিশনার। এছাড়াও গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠিখেলা উপভোগ করেন বিভাগীয় কমিশনার জিুল্লর রহমান চৌধুরী।