অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে হাসপাতালে কৌতুক শিল্পী মজিবর 

চুয়াডাঙ্গার দর্শনা থেকে প্রোগ্রাম শেষে ফেরার পথে বুক জ্বালাপোড়া

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অতিরিক্ত মদ্যপানের কারণে অসুস্থ হয়ে পড়েছেন কৌতুক শিল্পী মজিবর রহমান। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে মজিবর রহমানকে তার দুজন সঙ্গী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক ভর্তি থেকে চিকিৎসা নেয়ার কথা বললেও ঘণ্টাখানেক পর প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান তিনি। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনায় বিজয় মেলা ও নাট্যোসবের প্রোগামে আসেন। প্রোগ্রাম শেষে রাতে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন মজিবর রহমান। পরে তার সঙ্গীরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারভিন অনিক চৌধুরী দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, বুকে জ্বালাপোড়া নিয়ে হাসপাতালে আসেন তিনি। তার মুখ থেকে মদের দুর্গন্ধ পাওয়া গেছে। তিনি অস্বাভাবিক আচরণ করছেন। ধারণা অতিরিক্ত মদ্যপানের কারণেই এমন হয়ে থাকে। প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রেখেছি। এদিকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসার কথা বলেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘণ্টাখানেক পর সদর হাসপাতাল ত্যাগ করেন মজিবর রহমান।

Comments (0)
Add Comment