মাথাভাঙ্গা মনিটর: মিয়ানমারের কাচিন রাজ্যের ভামো শহরে অবস্থিত জান্তা সেনাদের ‘পদাতিক ব্যাটালিয়ন ২৩৬’ দখল করে নিয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) ও তার মিত্ররা। গত মঙ্গলবার এই ঘাঁটির পতন হয়। সেই সঙ্গে ‘আর্টিলারি ব্যাটালিয়ন ৩৬৬’ পুনর্দখল করতে তীব্র লড়াই চলছে। প্রতিবেদন বলছে, চলতি মাসের শুরুর দিকে কেআইএ ও তার মিত্ররা ‘৩৬৬’ ঘাঁটিটি দখল করে নেয়। কিন্তু জান্তা সেনারা ঘাঁটিটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়। কয়েকদিন পর বিদ্রোহী যোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়। তবে গোষ্ঠীগুলো গত মঙ্গলবার পদাতিক সেই ঘাঁটির অধিকাংশ আবার দখল করতে সক্ষম হয়। বিদ্রোহীরা এখন জান্তার ‘মিলিটারি অপারেশনস কমান্ড ২১’ (এমওসি-২১) এর ওপর তীব্রভাবে হামলা চালাচ্ছে। জান্তা বাহিনীও প্রচ-ভাবে প্রতিরোধ করছে।