টিকটক করায় মেয়েকে গুলি করে হত্যা করলো বাবা

মাথাভাঙ্গা মনিটর: টিকটক ভিডিও করায় মেয়েকে গুলি করে হত্যা করেছে বাবা। চাঞ্চল্যকর এই ঘটনাটি পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায়। পুলিশের কাছে নিজেই স্বীকারোক্তি দিয়েছেন ওই ঘাতক বাবা। গত মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটার একটি রাস্তায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত ওই কিশোরীর জন্ম পাকিস্তানে। সম্প্রতি সে পরিবারের সঙ্গে পাকিস্তানের বেলুচিস্তানে ফিরে এসেছিল। পুলিশ কর্মকর্তা বাবর বালোচ বলেন, ‘নিহত কিশোরীর বাবা সন্দেহভাজন আনোয়ার উল-হক প্রাথমিকভাবে বলেছিলেন, ‘অজ্ঞাত বন্দুকধারীরা তার ১৫ বছর বয়সি আমেরিকান মেয়েকে গুলি করে হত্যা করেছে’।  তবে পরে তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন।’