ঘূর্ণিঝড়ের সংকেত পরিচিতি : কত নম্বরে কী বোঝায়

মাথাভাঙ্গা মনিটর: আবারও প্রবল বেগে ছুটে আসছে ঘূর্ণিঝড়। এ ঝড়ের নাম দেয়া হয়েছে আম্ফান। থাইল্যান্ডের ভাষায় এর অর্থ দূঢ়তা বা শক্তিশালী। উম পান অর্থ অবশ্য  আকাশ। যাই হোক, এই ঝড়ের এখনও পর্যন্ত  পূর্বাভাসে যা বলা হয়েছে তা ঘূর্ণিঝড়টি প্রবল বেগে আঘাত হানাতে যাচ্ছে। যখনই ঘূর্ণিঝড় আসে তখনই তার সতর্ক সংকেত নিয়ে আলোচনা হয়। সংকেতেই বুঝে নিতে হয় কত নম্বর সংকেতে কী বোঝায়।
ব্রিটিশ শাসনামলে প্রবর্তিত সংকেত ব্যবস্থা আন্তর্জাতিক আধুনিক সংকেত ব্যবস্থা থেকে আলাদা। ঝড়ের গতি ও বিপদের সম্ভাব্য মাত্রা বিবেচনায় ১ থেকে ১১ নম্বর সংকেত দিয়ে এখানে সতর্কতার মাত্রা বোঝানো হয়। এ ব্যবস্থা মূলত প্রবর্তণ করা হয়েছিল সমুদ্রগামী জাহাজ ও বন্দরের নিরাপত্তার জন্য।

 

Comments (0)
Add Comment