মেহেরপুর অফিস: মেহেরপুরে অরণি থিয়েটার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার রাতে অরণি থিয়েটারের কার্যালয়ে কেককাটার মধ্য দিয়ে অরণি থিয়েটার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অরণির সভাপতি নিশান সাবের, সাধারণ সম্পাদক আতিক স্বপন উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এসময় অরনির সদস্য বেলাল হোসেন, রনি সহ অরনীর অন্যান্য সদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।