মাথাভাঙ্গা মনিটর: সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা গেছে মক্কায় শাহরুখ খান ও গৌরী। ছবিটি ছড়িয়ে পড়তেই গুঞ্জন ছড়িয়েছে বিয়ের ৩৩ দশক পর ইসলাম গ্রহণ করলেন শাহরুখ ঘরণী। গুঞ্জন মাথাচাড়া দিতেই নড়েচড়ে বসেছেন নেটিজেনরা। ছবিটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। আবার ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হলো, শাহরুখ-গৌরীর ছবিটি সম্পূর্ণ ভুয়া। শাহরুখ, গৌরী ও আরিয়ান আসলে ডিপফেকের শিকার। ডিপফেক এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও-ছবি নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দিয়েছে। এর আগে আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, আমির খান, আলিয়া ভাট, রশ্মিকা মন্দানা ডিপফেকের শিকার হয়েছেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এদিকে মুসলিম শাহরুখকে বিয়ে করলেও ধর্ম বদলাননি গৌরী। এ নিয়ে তিনি বলেছিলেন, আমরা সমতা বজায় রাখি।