মাথাভাঙ্গা মনিটর: ‘সাইকো আরবাব’ নামে পরিচিত পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা সিমা গুলের আকস্মিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার পেশোয়ারে নিজ বাড়িতে তার রহস্যজনক মৃত্যু নিয়ে এরইমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। সেই সঙ্গে সামাজিক মাধ্যমজুড়ে পড়েছে শোকের ছায়া। ইসলামাবাদে বসবাসকারী সিমা গুলের ভাই মুহাম্মদ ইয়াসিন পুলিশের কাছে জানিয়েছেন, তার বোনের স্বাস্থ্য হঠাৎ করেই অবনতি ঘটে। তিনি বলেন, সিমা গুল তার ওয়ারসাক রোডের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে লেডি রিডিং হাসপাতালে (খজঐ) নেয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয়। মৃতের ভাই মুহাম্মদ ইয়াসিন জানান, তার বোনের এই আকস্মিক মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার ধারণা, এটি কোনো বিষাক্ত পদার্থ গ্রহণের কারণে হতে পারে অথবা স্বাভাবিক শারীরিক অসুস্থতা থেকেও ঘটতে পারে।