মাথাভাঙ্গা মনিটর: সংগীত পরিচালক সাজিদ-ওয়াজিদ জুটির ওয়াজিদ আর নেই। গতকাল সোমবার ভোরের দিকে টুইট করে এ খবর নিশ্চিত করেন সংগীত পরিচালক সেলিম ও গায়ক সোনু নিগম। তবে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই ওয়াজিদের মৃত্যু হয়েছে কি-না তা এখনও স্পষ্ট নয়। বলিউডে সাজিদ-ওয়াজিদ দুই ভাইয়ের জুটি খুবই জনপ্রিয় ছিলো। সেই দুই সংগীত পরিচালকের মধ্যেই একজন চলে গেলেন। বলিউড সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই ওয়াজিদের শরীরটা ভালো যাচ্ছিলো না। কিন্তু ঠিক কী হয়েছিল তা এখনও জানা যায়নি। পরিচালক-লেখক মিলাপ টুইট করে জানিয়েছেন, ‘ওয়াজিদকে রবিবার হাসপাতালে ভর্তি করা হয়। আমি শুনেছিলাম আজ (রোববার) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে একটি মেসেজ পাঠিয়েছিলাম। কিন্তু সেটা ডেলিভার্ড হয়নি। এখন এই খারাপ খবরটা পেলাম।’ললিত প-িতের সাথে মুন্নি বদনাম হুয়ি(দাবাং) গানের সংগীত পরিচালনা করেছিলেন ওয়াজিদ খান। এছাড়াও মুন্না বদনাম হুয়া (দাবাং থ্রি), সুরিলি আখিও ওয়ালে (বীর), মাশাআল্লাহ (এক থা টাইগার), সোনিকে নাখরে (পার্টনার) সহ বহু জনপ্রিয় গানের সংগীত পরিচালক ছিলেন তিনি।
সংসদ টি