আমি অসুস্থ নই ওটা ফেক আইডি : চিত্রনায়িকা ববিতা

স্টাফ রিপোর্টার: সোমবার হঠাৎ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা গুরুতর অসুস্থ। এ খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মূলত ববিতার নামে খোলা একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ তথ্য প্রচার করা হয়। তবে গতকাল মঙ্গলবার নিজেই বিষয়টি নিশ্চিত করেন ববিতা। জানালেন, দীর্ঘদিন ধরে ওই ফেক আইডি থেকে তার সম্পর্কে স্পর্শকাতর ভুল তথ্য ছড়ানো হচ্ছে। বেশ কয়েকবার অভিযোগ দিয়েও সমাধান পাননি। অভিনেত্রী বলেন, ‘আমি ফেসবুক ব্যবহার করি না। এটা বারবার আমি বলেছি। তারপরেও ফেসবুক থেকে এমন একটি স্পর্শকাতর খবর ছড়ানো হলো এতে আমি ভীষণ দুঃখ পেয়েছি। আমি আইনি পদক্ষেপ নিয়েছি এর আগে, কিন্তু আমার ওই ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালায় আর এমন খবর ছড়ায় তা কোনোভাবেই শনাক্ত করা যায়নি।’