স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় স্বাস্থ্য-বিধি মেনে বেসিক ট্রেড প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া ও ক্লাস চালু করার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়, বেসিক ট্রেড স্কীল ডেভেলপমেন্ট ফোরাম ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোডর্, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রতিষ্ঠানগুলো গত ১৮ মার্চ থেকে বন্ধ থাকায় আমরা কারিগরি ও আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণেকাজ করি, সেটিও আজ মারাত্মক ক্ষতিগ্রস্ত। আমরা বিগত ৬ মাস ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও দফতরে আমাদের প্রণোদনা/সহায়তার জন্য আকুল আবেদন করলেও আজ পর্যন্ত সংশ্লিষ্ট কতৃপক্ষ ইতিবাচক সাড়া দেয়নি। এ মূহুর্তে আমরা সম্পূর্ণ সহায়-সম্বলহীন। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপনে বাধ্য হচ্ছি। অনেক প্রতিষ্ঠান অর্থাভাবে বন্ধ হয়ে গেছে। তাদের পাশে দাঁড়ানো সময়ের দাবিসমূহসহ ৭টি দাবিনানা সংবলিত স্মারকলিপি শিক্ষা মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় মাননীয় উপমন্ত্রী, বিভাগীয় কমিশনার, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সচিব মহোদয়ের নিকট পাঠানোর লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বেসিক ট্রেড স্কীল ডেভেলপমেন্ট ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব কামরুজ্জামান কাঞ্চন, আহ্বায়ক ইদ্রিস খান, সদস্য আব্দুল্লাহ মারুফ, শফিকুল ইসলাম, বাকী বিল্লাহ, সাইদুর রহমান, লাল মোহাম্মদ, মাসুদ রানা প্রমুখ।