ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ হলরুমে স্বাস্থ্য, পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, হাতধোয়া সাবান ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পল্লী উন্নয়ন সংস্থা-পাস এ উপকরণ সামগ্রী বিতরণ করেন। শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান। এ সময় তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কোনো ওষুধ তৈরি হয়নি। এ জন্য আমাদের সকলকে পুষ্টিকর খাবার খেয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। এছাড়াও নিয়মিতভাবে মাস্ক ব্যবহার, ঘন ঘন সাবান দিয়ে হাত ধুলে ও শারীরিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। এলাকায় কারো করোনা ভাইরাস হলে ঘৃনা বা অবহেলা করা যাবে না। তাদের প্রতি সদয় হয়ে স্বাস্থ্যনীতি মেনে তাদের পাশে দাঁড়াতে হবে। পল্লী উন্নয়ন সংস্থা-পাস এর নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোকারেমা মানজুরা, শংকরচন্দ্র ইউপি সচিব ফয়জুর রহমান, প্যানেল চেয়ারম্যান শওকত মাহামুদ, গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইদুর রহমান লিপু।