জীবননগর হাসাদাহে টাকা মোবাইল ছিনতাই

হাসাদাহ প্রতিনিধি: জীবননগর হাসাদাহে মহেশপুর সড়কে কানায়ডাঙ্গা পিয়ারা বাগান নামকস্থানে মটরসাইকে থামিয়ে নগত তিন হাজার টাকা ও একটি মোবাইল ছিনতায়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে এ ছিনতাইয়ের ঘটনা ঘটৈ।

জানা গেছে মহেশপুর উপজেলার কানায়ডাঙ্গা গ্রামের নজরুল ইসলাম ও তার ছোট ভগ্নিপতি রাজ্জাক ইসলামকে সাথে নিয়ে গত মঙ্গলবার রাত ১১ টার দিকে হাসাদাহ বাজারে মেয়ের জন্য ঔষধ কেনার  জন্য আসেন। ঔষধ নিয়ে ফেরার সময় কানায়ডাঙ্গা গ্রামের ঢুকার আগে হাসাদাহ গ্রামের কৃষক নজরুল ইসলামের পিয়ার বাগানের স্থানে অ কিছু লোক মটরসাইকেলের গতিরোধ করে এবং  ভয়ভীতি দেখিয়ে  মটরসাইকেলটি না নিলোও তাদের কাছে থাকা তিন হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়।

 

 

Comments (0)
Add Comment