জীবননগর ব্যুরো: জীবননগর-চুয়াডাঙ্গার উথলী আমতলায় মাছবাহী একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার
পাশে উল্টে গেলে এর চালকসহ ৩ যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। আলমসাধুটি ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে আসছিলো। আহতদের সকলের বাড়ি ওই উপজেলায়।
আলমসাধু উল্টে আহতরা হচ্ছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের মৃত সলেমান হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩০), মৃত শমশের আলীর ছেলে শুকুর আলী (৬৫) ও আব্দুস শুকুর (৫০)। মাছবাহী দ্রুতগতির আলমসাধুটির একটি চাকা ব্লাস্ট হলে চালক এটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে আলমসাধুটি রাস্তার পাশে উল্টে পড়ে। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।