কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরে ৯ মাসের এক অন্তঃসত্ত্বা ভাড়াটিয়াকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগে বাড়ির মালিকের ছেলে রোকনুজ্জামান রনি (৩৫) নামের এক যুবকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত রনি ওই এলাকার বজলুল হকের ছেলে।
জানা যায়, শহরের কমলাপুর এলাকার বজলুল হকের বাড়িতে ভাড়া থাকতেন মিরপুর উপজেলার বহলবাড়িয়া এলাকার মেহেদী হাসানের স্ত্রী জুলেখা (৩৫) নামের ওই নারী। সকালে বাড়ির মালিকের বড় ছেলে রনি পূর্ব শত্রুতার জের ধরে ভাড়াটিয়া জুলেখার শরীরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।
এ সময় জুলেখার চিৎকারে প্রতিবেশিরা ছুঁটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভর্তি করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা জানান, নারীর শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।